ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় পিএসজির ৯ ফুটবলার
৮ আগস্ট ২০২৫

প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগসহ ট্রেবল জিতিয়ে এ বছরের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন পিএসজির নয় ফুটবলার। এছাড়াও সেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় আছেন দলটির কোচ লুইস এনরিকে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ২০২৫ ব্যালন ডি’অরের জন্য মনোনয়ন পাওয়া ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফ্রান্স ফুটবল।
পিএসজির ট্রেবলজয়ী দল থেকে এই তালিকায় আছেন উসমান দেম্বেলে, জানলুইজি দোন্নারুম্মা, দিজিরে দুয়ে, আশরাফ হাকিমি, খাভিচা কাভারাৎস্খেলিয়া, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ফাবিয়ান রুইস ও ভিতিনিয়া।
ফরাসি ক্লাবটিকে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ট্রেবল জেতাতে দুর্দান্ত পারফর্ম করেন দেম্বেলে। এবারের ব্যালন ডি’অরের অন্যতম দাবিদারও ধরা হচ্ছে তাকে। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট করেন এই ফরাসি ফরোয়ার্ড। পিএসজিকে লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি।
তালিকায় আছেন বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল জেতানো রাফিনিয়া (৩৪ গোল, ২৫ অ্যাসিস্ট), লামিনে ইয়ামাল (১৮ গোল, ২৫ অ্যাসিস্ট), ও রবের্ট লেভানডফস্কি। ব্যালন ডি’অর ছাড়াও সেরা উদীয়মান ফুটবলারের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা পেয়েছেন ইয়ামাল। গত বছর তিনি এই পুরস্কার জিতেছিলেন।
তালিকায় আছেন লিভারপুলকে ২০তম লিগ শিরোপা জিতিয়ে প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব পাওয়া মোহাম্মদ সালাহ (৩৪ গোল, ২৩ অ্যাসিস্ট) ও ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্দ (৩৪ গোল, ৫ অ্যাসিস্ট)।
অন্যদিকে নাপোলিকে ইতালিয়ান সেরি আ জেতানো স্কট ম্যাকটমিনে ৩৮ বছর পর প্রথম স্কটিশ খেলোয়াড় হিসেবে মনোনয়ন পেয়েছেন।
রিয়াল মাদ্রিদ থেকে এবারের ব্যালন ডি’অরে মনোনয়ন পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসুস জুনিয়র ও জুড বেলিংহ্যাম। তবে স্প্যানিশ ক্লাবটি বড় কোনো শিরোপা জিততে না পারায় তাদের কোনো ফুটবলারের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নেই বললেই চলে।
বর্ষসেরা কোচের পুরস্কার ক্রুইফ ট্রফির সংক্ষিপ্ত তালিকায় এনরিকে ছাড়াও জায়গা পেয়েছেন চেলসিকে ক্লাব বিশ্বকাপ জেতানো এনসো মারেস্কা, লিভারপুলকে প্রথম মৌসুমে প্রিমিয়ার লিগে শিরোপা এনে দেওয়া আর্নে স্লট, বার্সেলোনার হানসি ফ্লিক এবং নাপোলির আন্তোনিও কন্তে।
মন্তব্য করুন: