৩ বছরের চুক্তিতে লিভারপুল ছেড়ে আল-হিলালে নুনেস
১০ আগস্ট ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল ছেড়ে আল-হিলালে পাড়ি জমিয়েছেন দারউইন নুনেস। তিন বছরের চুক্তিতে সৌদি প্রো লিগের দলটিতে নাম লিখিয়েছেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।
শনিবার দুই ক্লাবের তরফ থেকে এই চুক্তির বিষয়টি জানানো হয়। দলবদলের আর্থিক বিবরণ প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ গণমাধ্যমের মতে, ২৬ বছর বয়সী নুনেসের জন্য সৌদি ক্লাবটি ৫ কোটি ৩০ লাখ ইউরো দিয়েছে।
এক বিবৃতিতে আল-হিলাল জানায়, জার্মানিতে চলমান দলের প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে ইতিমধ্যেই যোগ দিয়েছেন নুনেস।
২০২২ সালের জুনে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে সাড়ে ৭ কোটি ইউরোতে লিভারপুলে যোগ দেন নুনেস। তবে ধারাবাহিকতা খুঁজে পেতে ব্যর্থ হন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪৩ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ৪০ গোল ও ২৬ অ্যাসিস্ট।
ধারাবাহিকতার অভাবে গত মৌসুমে অলরেডদের রেকর্ড ছোঁয়া ২০তম লিগ শিরোপা জয়ের অভিযানে মাত্র আট ম্যাচে শুরুর একাদশে থাকা নুনেস পাঁচটি গোল করেন।
চলতি দলবদলে খেলোয়াড় কিনতে এখন পর্যন্ত প্রায় ৩০ কোটি পাউন্ড খরচ করেছে লিভারপুল। ইতিমধ্যেই জার্মান প্লেমেকার ফ্লোরিয়ান ভির্টজকে রেকর্ড ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে দলে নিয়েছে তারা।
সাবেক ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাগির অধীনে আল-হিলাল গত মাসে ক্লাব বিশ্বকাপে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এশিয়ার প্রথল ক্লাব হিসেবে প্রিমিয়ার লিগের কোনো দলকে অফিসিয়াল ম্যাচে পরাজিত করার কীর্তি গড়ে। গত মৌসুমে সৌদি প্রো লিগে রানার্স-আপ হওয়া দলটি রেকর্ড ২০তম শিরোপা জয়ের নিয়ে লক্ষ্য নিয়ে দল গোছাচ্ছে। দলবদলে তাদের আরেকটি উল্লেখযোগ্য সাইনিং ছিল এসি মিলান থেকে থিও এর্নান্দেস।
মন্তব্য করুন: