কমিউনিটি শিল্ডে হেরে রক্ষণভাগ নিয়ে শঙ্কিত লিভারপুল কোচ

১১ আগস্ট ২০২৫

কমিউনিটি শিল্ডে হেরে রক্ষণভাগ নিয়ে শঙ্কিত লিভারপুল কোচ

নতুন মৌসুম শুরুর আগে আক্রমণভাগে শক্তি বাড়িয়েছিল লিভারপুল। কিন্তু কমিউনিটি শিল্ডে শক্তিমত্তায় বেশ পিছিয়ে থাকা ক্রিস্টাল প্যালেসের কাছে টাইব্রেকারে হেরে গেছে তারা। শিরোপা হাতছাড়া করার পর রক্ষণভাগে মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন কোচ আর্নে স্লট।

রোববার ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে টাইব্রেকারে লিভারপুলকে ৩-২ গোলে হারায় প্যালেস। নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতায় শেষ হয়েছিল।

আগের মৌসুমের প্রিমিয়ার লিগ জয়ী ও এফএ কাপ জয়ী দলের মধ্যে কমিউনিটি শিল্ড অনুষ্ঠিত হয়। গত মে মাসে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথম কোনো শীর্ষ পর্যায়ের শিরোপা জিতেছিল প্যালেস।

পেনাল্টি শুটআউটে প্রথম শট নিতে এসে তা উড়িয়ে মারেন লিভারপুলের সেরা তারকা মোহাম্মদ সালাহ। লিভারপুলের তৃতীয় ও চতুর্থ শট নেওয়া আলেক্সিস মাক আলিস্তের ও হার্ভি এলিয়টের শট রুখে দেন গোলরক্ষক।

এবারের দলবদলে মোটা অঙ্ক খরচ করে প্লেমেকার ফ্লোরিয়ান ভির্টজ, ফরোয়ার্ড হুগো একিতিকে এবং আক্রমণাত্মক ফুল-ব্যাক জেরেমি ফ্রিমপং ও মিলোস কেরকেজকে দলে নিয়েছে লিভারপুল। তবে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও দল ছেড়েছেন।

নতুন রূপে সাজানো দল প্রাক-মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিল লিভারপুল। ৬ ম্যাচে তারা গোল করেছে ২০টি। প্যালেসের বিপক্ষেও শুরুটা হয়েছিল দুর্দান্ত। ২১ মিনিটের ভেতর প্রতিপক্ষের জালে দুই গোল দেন দলের নতুন সদস্য একিতিকে ও ফ্রিমপং।

ম্যাচ শেষে দলের আক্রমণভাগ নিয়ে স্লট বলেন, “আমরা এখন আগের চেয়ে বেশি সুযোগ তৈরি করতে পারছি এবং বল দখলে আরও স্বাচ্ছন্দ্য বোধ করছি।

তবে প্যালেসের বিপক্ষে ম্যাচসহ শেষ চার ম্যাচে মোট ৮ গোল খেয়েছে অলরেডরা।

স্লটের মতে, গত মৌসুমে তাদের সাফল্যের মূলে ছিল গোল না খাওয়া বা সর্বোচ্চ একটি গোল হজম করা।

এখন হয়তো রক্ষণভাগে কিছুটা সামঞ্জস্য আনা দরকার আমরা বেশি সুযোগ দিচ্ছি না, কিন্তু গোল খাচ্ছি।

আগামী শুক্রবার অ্যানফিল্ডে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে লিভারপুল।

মন্তব্য করুন: