প্রিমিয়ার লিগের শুরুর ম্যাচে জতাকে খুঁজে ফিরেছে লিভারপুল
১৬ আগস্ট ২০২৫

প্রত্যাশিত জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে লিভারপুল। মৌসুমের প্রথম ম্যাচে বোর্নমাউথকে ৪-২ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে জয়ের মাঝেও একটা সময় প্রয়াত দিয়োগো জতার অভাবটা বোধ করার কথা জানিয়েছেন কোচ আর্নে স্লট।
শুক্রবার অ্যানফিল্ডে গত মাসে স্পেনে গাড়ী দুর্ঘটনায় প্রাণ হারানো জতা ও তার ভাই আন্দ্রে সিলভার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। এ সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন জতার পরিবারের সদস্যরা। গ্যালারির দুই দিকে জতা ও তার ভাইয়ের নামের আদ্যাক্ষর ও জার্সি নম্বর মোজাইকের মাধ্যমে ভাসিয়ে তোলেন দর্শকরা, যেখানে লেখা ছিল ‘ডিজে২০’ ও ‘এএস২০’।
ম্যাচজুড়ে আক্রমণ ও বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা লিভারপুলকে গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৯তম মিনিট পর্যন্ত। প্রিমিয়ার লিগে নিজের অভিষেক ম্যাচে দলকে এগিয়ে দেন উগো একিতিকে। বিরতির পর চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কোডি হাকপো।
এরপর ১২ মিনিটের মধ্যে দুই গোল শোধ করে বোর্নমাউথকে সমতায় ফেরান আন্তোয়ান সেমেনিও। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে স্বাগতিকদের আবার এগিয়ে দেন ফেদেরিকো কিয়েজা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন মোহাম্মদ সালাহ। ম্যাচ শেষে কিছুটা আবেগপ্রবণ দেখা যায় তাকে।
এই গোলে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিন নম্বরে থাকা অ্যান্ড্রু কোলের পাশে নাম লেখান এই মিশরীয় ফরোয়ার্ড। দুজনেরই গোল ১৮৭টি করে।
ম্যাচ যখন সমতায় ছিল, তখন লিভারপুলের তৃতীয় গোলের জন্য জতাকে খুঁজছিলেন জানিয়ে লিভারপুল কোচ বলেন, “সাধারণত ২-২ অবস্থায় সবাই জানে আমি কোন খেলোয়াড়কে খুঁজছিলাম। খুব করে চাইছিলাম দিয়োগো জতাকে মাঠে নামাতে। কিন্তু আমি তা পারিনি কিছু দুর্ভাগ্যজনক কারণে। তবে সমর্থকরা ও খেলোয়াড়রা সেটাই করেছে যেটা তারা আমাদের জন্য অতীতেও করেছে।”
জতার উদ্দেশে লিভারপুর সমর্থকদের দেওয়া শ্রদ্ধার কথা উল্লেখ করে স্লট বলেন, “আমার মতে, সবচেয়ে আবেগের জায়গাটা হলো দিয়োগোর জন্য শ্রদ্ধাজ্ঞাপনটা কতটা দুর্দান্ত ও শক্তিশালী ছিল। ম্যাচ শেষে আমি মাঠ ছেড়ে যেতে চাইনি কারণ আমাদের সমর্থকরা আজ যেটা করেছে, এটা আমার কাছে খুবই স্পেশাল মনে হয়েছে।”
“আমার মতে, এটা কতটা স্পেশাল ছিল ম্যাচ শেষে সালাহ তা অনুভব করেছে। সে সম্ভবত আবেগপ্রবণ হয়ে পড়েছিল কারণ আমরা সবাই জানি, জতার পরিবার, তার স্ত্রী ও সন্তানরা এখানে আছে।”
২৬ আগস্ট নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল।
মন্তব্য করুন: