ম্যান সিটির মাঠে টটনামের জয়
২৩ আগস্ট ২০২৫

নতুন কোচের অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছে টটনাম হটস্পার। ম্যানচেস্টার সিটিকে তাদের মাঠে হারিয়ে ২০২৫-২৬ মৌসুমের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা।
শনিবার ইতিহাদ স্টেডিয়ামে পেপ গুয়ার্দিওলার দলকে ২-০ গোলে হারায় টটনাম। প্রথমার্ধেই দুই গোল দেয় টমাস ফ্র্যাঙ্কের শিষ্যরা। নতুন কোচের অধীনে বার্নলিকে ৩-০ গোলে হারিয়ে মৌসুম শুরু করেছিল তারা।
সিটির মাঠে সবশেষ পাঁচ ম্যাচে এটি তাদের তৃতীয় জয়। গত নভেম্বরে ইতিহাদে সবশেষ দেখায় স্বাগতিকদের ৪-০ গোলে হারিয়েছিল তারা।
বলের নিয়ন্ত্রণ সিটির কাছে বেশি থাকলেও আক্রমণের এগিয়ে ছিল টটনাম। প্রায় ৬১ শতাংশ বল দখলে রাখা সিটি গোলের জন্য শট নেয় ১০টি, যার মধ্যে লক্ষ্যে থাকে চারটি। অন্যদিকে ১২টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখে টটনাম।
আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে ৩৫তম মিনিটে এগিয়ে যায় লন্ডনের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিশার্লিসনের বাড়ানো বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড ব্রেনান জনসন।
সিটির গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডের সুযোগে প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন জোয়াও পালিনিয়া। বল নিয়ে সতীর্থকে পাস দিতে গিয়ে গড়বড় করে ফেলেন সিটি গোলরক্ষক। এরপর রিশার্লিশনের বাড়ানো বল থেকে পালিনিয়া জোরাল শট নিলে তা আরেকজনের গায়ে লেগে জালে জড়ায়।
৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে টটনাম।
মন্তব্য করুন: