চতুর্থ স্তরের ক্লাবের কাছে হেরে ক্ষমা চাইলেন ম্যান ইউ কোচ

২৮ আগস্ট ২০২৫

চতুর্থ স্তরের ক্লাবের কাছে হেরে ক্ষমা চাইলেন ম্যান ইউ কোচ

মৌসুম বদলালেও হতাশাজনক সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। এবার লিগ কাপের ম্যাচে ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরের দল গ্রিমসবি টাউনের কাছে হেরে গেছে দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সফল দলটি। এমন পরাজয়ের পর সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করে শিষ্যদের কঠোর সমালোনা করেছেন কোচ রুবেন আমুরি।

বুধবার গ্রিমসবির মাঠে লিগ কাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি নির্ধারিত সময়ে - সমতায় শেষ হয়। এরপর ফল না আসায় টাইব্রেকার চলতেই থাকে। শেষ পর্যন্ত মোট ২৬ শটের টাইব্রেকারে ১২-১১ ব্যবধানে হেরে যায় ইউনাইটেড।

ম্যাচের শুরুর আধা ঘণ্টায় দুই গোলে এগিয়ে যাওয়া গ্রিমসবি ব্যবধান ধরে রাখে প্রায় ৭৫ মিনিট পর্যন্ত। এরপর বদলি হিসেবে নামা ব্রায়ান এমবুমো এক গোল শোধ করেন ৭৫তম মিনিটে। নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে ইউনাইটেডকে সমতায় ফেরান হ্যারি ম্যাগুয়াইর।

মাঠের পারফরম্যান্সে প্রতিপক্ষের চেয়ে যোজনযোজন এগিয়ে থাকা ইউনাইটেড ম্যাচের ৭১ শতাংশ সময় বলের দখল রাখে। গোলের জন্য তারা শট নেয় ২৮টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। তবে এসবের কিছুই আমলে নিচ্ছেন না আমুরি। জয়ের পুরো কৃতিত্ব গ্রিমসবিকে দিয়েছেন তিনি।

যেভাবে আমরা খেলা শুরু করেছি, মনে হয়েছে আমরা এমনকি মাঠে একদমই ছিলাম না। আমাদের ক্লাবে সবকিছু যখন এত গুরুত্বপূর্ণ, যা কিছু হয়েছে এই ক্লাবে, এটা আমাদের ক্লাবে একটি সমস্যা। আমাদের আরও ভালো করা উচিত। আমি শুধু আমাদের সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করতে চাই।

পরের ম্যাচে এখন তাকাতে চাই। এরপর আন্তর্জাতিক বিরতি আছে। আমরা বিষয়গুলো নিয়ে ভাববো।

আমরা কীভাবে হেরেছি এটা কোনো বিষয় না। পেনাল্টিতেও বিষয়টা একই থাকে। সেরা দলটাই জিতেছে।

এবারের দলবদলে ২০ কোটি পাউন্ডের বেশি খরচ করে দল গুছিয়েছে ইউনাইটেড। এরপরেও চলতি মৌসুমে এখনও জয়ের দেখা পায়নি তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের কাছে হার দিয়ে মৌসুম শুরুর পর তারা ফুলহ্যামের সঙ্গে ড্র করেছে। এবার লিগ কাপে হেরে ২০১৪ সালের পর টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিল তারা।

ম্যাচে ইউনাইটেডের গোলপোস্ট সামলান আন্দ্রে ওনানা। তবে এমন হারের কারণে ক্যামেরুনের এই গোলরক্ষককে দায় দেননি আমুরি।

আগামী শনিবার প্রিমিয়ার লিগে বার্নলির মুখোমুখি হবে ইউনাইটেড। এরপর আন্তর্জাতিক বিরতির পর ১৪ সেপ্টেম্বর নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে আমুরির দল।

মন্তব্য করুন: