আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠে ‘স্পেশাল ম্যাচের’ অপেক্ষায় মেসি

২৯ আগস্ট ২০২৫

আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠে ‘স্পেশাল ম্যাচের’ অপেক্ষায় মেসি

ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে আছেন লিওনেল মেসি। ছোটখাট চোটের কারণে বিভিন্ন সময় মাঠের বাইরেও থাকতে হচ্ছে তাকে। অবসরের বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু না জানালেও আগামী সপ্তাহে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ দুটি ম্যাচের জন্য বৃহস্পতিবার ২৯ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। চোট সমস্যা না থাকায় দলের নেতৃত্বে আছেন মেসি।

২০২৬ বিশ্বকাপ শেষে জাতীয় দলকে বিদায় জানানোর ইঙ্গিত আগেই দিয়েছেন মেসি। এই মহাতারকার নেতৃত্বে ৩৬ বছর পর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার অভিযানে বেশ আগেই মূলপর্ব আগেই নিশ্চিত করেছে তারা। ২০৩০ সালের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হবে ২০২৭ সালে, তখন মেসির বয়স হবে ৪০।

ফলে আগামী বৃহস্পতিবার বুয়েনোস আইরেসে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল। এরপর ৯ সেপ্টেম্বর একুয়েডরে বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

গত বুধবার রাতে ইন্টার মায়ামিকে লিগস কাপের ফাইনালে তোলার পর মেসি বলেন, “এটা আমার জন্য খুব, খুব বিশেষ একটি ম্যাচ হতে যাচ্ছে কারণ এটা বাছাইপর্বের শেষ ম্যাচ।”

“আমি জানি না ভেনেজুয়েলার পর (আর্জেন্টিনায়) কোনো প্রীতি ম্যাচ বা আর খেলা হবে কিনা। তবে এটা খুব বিশেষ ম্যাচ, তাই আমার পরিবার আমার সঙ্গে থাকবে। আমার স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোন। আমরা একসঙ্গে এটা উপভোগ করব। এরপর কী হবে জানি না।”

মেসির এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির একটি ছবি পোস্ট করে দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল লিখেছে, “দ্য লাস্ট ড্যান্স ইজ কামিং।”

এদিকে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ঘরের মাঠে মেসির সম্ভাব্য শেষ ম্যাচকে ঘিরে টিকিটের দাম বাড়িয়েছে। সবচেয়ে সস্তা টিকিটের দাম ১০০ ডলার, আর সবচেয়ে দামি প্রায় ৫০০ ডলার।

মন্তব্য করুন: