অন্তিম মুহূর্তের গোলে মৌসুমের প্রথম জয় পেল ম্যান ইউ

৩১ আগস্ট ২০২৫

অন্তিম মুহূর্তের গোলে মৌসুমের প্রথম জয় পেল ম্যান ইউ

প্রতিপক্ষের ওপর শুরু থেকেই চড়াও হয়ে খেললেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। দু’দফা এগিয়ে গিয়েও তা ধরে রাখতে না পেরে আরেকটি ম্যাচে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল তারা। কিন্তু যোগ করা সময়ের অন্তিম মুহূর্তে পাওয়া পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে দলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দিয়েছেন অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস।

শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বার্নলিকে ৩-২ গোলে হারায় ইউনাইটেড। লিগে তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল রুবেন আমুরির দল। ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে তালিকার ৯ নম্বরে আছে তারা।

গত বুধবার ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরের দল গ্রিমসবি টাউনের কাছে হেরে লিগ কাপ থেকে বিদায় নেওয়া ইউনাইটেড এদিনও মাঠের লড়াইয়ে প্রতিপক্ষের চেয়ে বেশ এগিয়ে ছিল। ৬২ শতাংশ সময় বল দখলে রাখা স্বাগতিকরা গোলের জন্য শট নেয় ২৬টি। কিন্তু এমবুমো-ফের্নান্দেসরা লক্ষ্যে রাখতে পারেন কেবল ছয়টি। অন্যদিকে ছয় শটের তিনটিই লক্ষ্যে রাখে বার্নলি।

আক্রমণাত্মক ফুটবল খেলা ইউনাইটেড ২৭তম মিনিটে এগিয়ে যায় আত্মঘাতী গোলে। ফের্নান্দেসের নেওয়া ফ্রি কিক থেকে পাওয়া বল হেডে ক্রসবারে মারেন কাসেমিরো। ফিরতি বল বার্নলির ডিফেন্সিভ মিডফিল্ডার জস কালেনের গায়ে লেগে গোললাইন পার হয়ে যায়।

বিরতির পর ৫৫তম মিনিটে সমতায় ফেরে বার্নলি। দুই মিনিটের মাথায় আবারও এগিয়ে যায় ইউনাইটেড। দিয়েগো দালোতের কাটব্যাক থেকে দলের দ্বিতীয় গোলটি করেন ব্রায়ান এমবুমো। ৬৬তম মিনিটে আবার গোল হজম করে স্বাগতিকরা।

গোলের জন্য মরিয়া ইউনাইটেড আক্রমণে ধার বাড়ালেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছিল না। তবে যোগ করা সময়ে বদলে যায় সেই চিত্র। বক্সের ভেতর আমাদ দিয়ালো ফাউলের শিকার হলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক নিতে আসা ফের্নান্দেস গত লিগ ম্যাচের মতো এবার কোনো ভুল করেনি। যোগ করা সময়ে সপ্তম মিনিটে বাঁ দিকে শট মেরে পুরো ওল্ড ট্র্যাফোর্ডকে উল্লাসে মাতান এই পর্তুগিজ মিডফিল্ডার।

দিনের অন্য ম্যাচে ফুলহ্যামকে ২-০ গোলে হারায় চেলসি। ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ীদের হয়ে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো ও আর্জেন্টাইন মিডফিল্ডার এনসো ফের্নান্দেস। এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে এনসো মারেস্কার শিষ্যরা।

অন্যদিকে বোর্নমাউথের কাছে ১-০ গোলে হেরে গেছে প্রথম দুই ম্যাচ জেতা টটনাম হটস্পার। ৬ পয়েন্ট নিয়ে তারা এখন তৃতীয় স্থানে আছে।

মন্তব্য করুন: