আর্সেনালকে হারাল লিভারপুল, ব্রাইটনের কাছে হারল ম্যানসিটি

১ সেপ্টেম্বর ২০২৫

আর্সেনালকে হারাল লিভারপুল, ব্রাইটনের কাছে হারল ম্যানসিটি

আন্তর্জাতিক বিরতির আগে ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ দিনের ম্যাচে আর্সেনালকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে লিভারপুল। তবে ব্রাইটনের কাছে হেরে গেছে ম্যানচেস্টার সিটি।

রোববার অ্যানফিল্ডে গত মৌসুমের রানার্স-আপদের ১-০ গোলে হারায় চ্যাম্পিয়ন লিভারপুল। ম্যাচের একমাত্র গোলটি হয় ৮৩তম মিনিটে। ফ্রি-কিক থেকে বল জালে জড়ান লিভারপুলের হাঙ্গেরিয়ান মিডফিল্ডার দমিনিক সোবোসলাই।

ম্যাচের প্রায় ৫৩ শতাংশ সময় বল দখলে রাখা আর্নে স্লটের দল গোলের জন‍্য শট নেয় ৯টি, যার মধ্যে লক্ষ্য ছিল তিনটি। অন‍্যদিকে ১১টি শট নেওয়া আর্সেনাল লক্ষ্যে রাখতে পারে কেবল একটি।

ম‍্যাচের শুরুতেই একটা বড় ধাক্কা খায় আর্সেনাল। পঞ্চম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার উইলিয়াম সালিবা। ঘরের মাঠে শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরলেও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি লিভারপুল।

৬০তম মিনিটে বক্সের ভেতর জটলা থেকে বল জালে পাঠান লিভারপুলের উগো একিতিকে। কিন্তু আক্রমণের এক পর্যায়ে কোডি হাকপো অফসাইডে থাকায় তা গোল হয়নি। শেষ পর্যন্ত সোবোসলাইয়ের একমাত্র গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে স্লটের দল।

লিগে টানা দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখল ম্যানচেস্টার সিটিদিনের অন্য ম্যাচে ব্রাইটনের মাঠে ২-১ গোলে হারে সিটি। লিগে এটি তাদের টানা দ্বিতীয় পরাজয়। ব্রাইটনের বিপক্ষে সবশেষ তিন ম্যাচে জয়হীন থাকল পেপ গুয়ার্দিওলার দল। লিগে গত মৌসুমে প্রথম দেখায় একই ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচটি ২-২ সমতায় শেষ করেছিল তারা।

আগের মৌসুমের হতাশা ভুলে এবারের আসরের শুরুটা দুর্দান্ত হয় সিটির। প্রথম ম্যাচে উলভারহ্যাম্পটনকে ৪-০ গোলে উড়িয়ে দেয় তারা। কিন্তু পরের ম্যাচে ঘরের মাঠে টটনাম হটস্পারের কাছে হেরে বসে গুয়ার্দিওলার শিষ্যরা। এবার হারল ব্রাইটনের কাছে।

৬৪ শতাংশ সময় বল দখলে রাখা সিটি গোলের জন্য ১২টি শট নিলেও লক্ষ্য রাখতে পারে কেবল তিনটি। অন্যদিকে সমান সংখ্যক শট নেওয়া ব্রাইটন লক্ষ্যে রাখে সাতটি।

আগের দুই ম্যাচে জয়শূন্য ব্রাইটনের বিপক্ষে ৩৭তম মিনিটে সিটিকে এগিয়ে দেন আর্লিং হলান্দ। প্রিমিয়ার লিগে নিজের শততম ম্যাচ খেলতে নামা নরওয়েজিয়ান এই ফরোয়ার্ডের এটি ৮৮তম গোল। প্রিমিয়ার লিগের ইতিহাসে নিজের প্রথম ১০০ ম্যাচে তার চেয়ে বেশি গোল করতে পারেননি আর কেউই।

বিরতির পর ৬৭তম মিনিটে পেনাল্টি থেকে ব্রাইটনকে সমতায় ফেরান জেমস মিলনার। ৮৯তম মিনিটে ব্রাইয়ান গ্রুদারের গোলে উল্লাসে মেতে ওঠে স্বাগতিকরা। এরপর যোগ করা সাত মিনিটে তেমন কিছু করে ম্যাচে ফিরতে ব্যর্থ হয় সিটি।

তিন ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে আছে গুয়ার্দিওলার দল।

মন্তব্য করুন: