৩ ম্যাচ পরই লেভারকুজেনে চাকরি হারালেন টেন হাগ

১ সেপ্টেম্বর ২০২৫

৩ ম্যাচ পরই লেভারকুজেনে চাকরি হারালেন টেন হাগ

তিন ম্যাচ দায়িত্ব পালন করেই বায়ার লেভারকুজেন থেকে বরখাস্ত হয়েছেন এরিক টেন হাগ। সোমবার ডাচ এই কোচকে ছাঁটাই করার কথা জানায় বুন্ডেসলিগার ক্লাবটি।

শাবি আলোনসো রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর গত মে মাসে দুই বছরের চুক্তিতে টেন হাগকে কোচ হিসেবে নিয়োগ দেয় লেভারকুজেন। জার্মান লিগ কাপে বড় জয় দিয়ে শুরুটা দারুণ করেছিলেন তিনি।

কিন্তু তার অধীনে বুন্ডেসলিগায় নতুন মৌসুমের শুরুটা একদমই ভালো হয়নি লেভারকুজেনের। ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে হফেনহাইমের কাছে গত মৌসুমের রানার্স-আপরা হারে ২-১ ব্যবধানে। গত শনিবার ১০ জনের ভেরডার ব্রেমেনের বিপক্ষে টেন হাগের দল ৩-১ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ৩-৩ সমতায়।

আলোনসোর অধ্যায় শেষ হওয়ার পর লেভারকুজেন ছাড়েন ২০২৩-২৪ মৌসুমে দলটিকে প্রথম বুন্ডেসলিগার শিরোপা জেতানো দলের ফ্লোরিয়ান ভির্টজ, জেরেমি ফ্রিমপং, জনাথন টাহয়ের মতো গুরুত্বপূর্ণ সদস্যরা।

নতুন দল গড়ার লক্ষ্যে টেন হাগের ওপর আস্থা রেখেছিল লেভারকুজেন। কিন্তু তা পূরণে ব্যর্থ হওয়ায় তাকে ছাঁটাই করা হয়েছে বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ।

গত বছর অক্টোবরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়ার পর জার্মান ক্লাবটির দায়িত্ব নিয়ে কোচিংয়ে ফিরেছিলেন টেন হাগ। বুন্ডেসলিগার ইতিহাসের প্রথম কোচ হিসেবে মৌসুম শুরুর আগে দায়িত্ব নেওয়ার পর মাত্র দুই ম্যাচ শেষে ছাঁটাই হলেন তিনি।

৫৫ বছর বয়সী এই কোচ তার ক্যারিয়ারের সফল সময় কাটান আয়াক্সের হয়ে। ২০১৭ থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত নেদারল্যান্ডসের ক্লাবটির হয়ে তিনটি লিগ শিরোপা জেতেন। এরপর ইউনাইটেডেকে জেতান এফএ কাপ ও লিগ কাপের শিরোপা।

মন্তব্য করুন: