তুরস্ককের জালে স্পেনের ৬ গোল, জার্মানির জয়

৮ সেপ্টেম্বর ২০২৫

তুরস্ককের জালে স্পেনের ৬ গোল, জার্মানির জয়

বিশ্বকাপ বাছাইপর্বে মিকেল মেরিনোর হ্যাটট্রিকে তুরস্ককে উড়িয়ে বড় জয় পেয়েছে স্পেন। অন্যদিকে নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে এবারের বাছাইপর্বে প্রথম জয়ের দেখা পেয়েছে জার্মানি।

রোববার তুরস্কের মাঠে ‘ই গ্রুপের ম্যাচে স্বাগতিকদের ৬-০ গোলে হারায় স্পেন। ২০১০ বিশ্বকাপ জয়ীদের হয়ে দুটি গোল করেন মিডফিল্ডার পেদ্রি। আরেকটি গোল আসে ফেররান তোরেসের পা থেকে।

ম্যাচের ষষ্ঠ মিনিটে নিকো উইলিয়ামসের পাস ধরে বক্সের বাইরে থেকে নেওয়া শটে দলকে এগিয়ে দেন পেদ্রি। ২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেরিনো। এরপর গোলের জন্য দুটি শট নিলেও তা জালে জড়াতে ব্যর্থ হন লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই তারকা ছয় গজ বক্সের মাথা থেকে শট একটি উড়িয়ে মারেন। খানিকবাদে প্রায় একই জায়গা থেকে তার আরেকটি শট ক্রসবারে লেগে বেরিয়ে যায়।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেরিনো। এবার তাকে সহায়তা করেন মিকেল ওইয়ারসাবাল। বিরতির পর ৫৩তম মিনিটে ইয়ামালের সহায়তায় চতুর্থ গোলটি করেন তোরেস। এর মিনিট চারেক পর ইয়ামালের পাস ধরে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্সেনালের হয়ে খেলা মেরিনো। ৬২তম মিনিটে দলের শেষ গোলটি করেন বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ই গ্রুপের শীর্ষে আছে স্পেন।

ফ্রি কিক থেকে গোল করে জার্মানির জয় নিশ্চিত করেন ভির্টজরাতে ‘এ গ্রুপের অন্য ম্যাচে ঘরের মাঠে নর্দান আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারায় জার্মানি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে গোলগুলো করেন সার্জ গ্যানাব্রি, নাদিম আমিরি ও ফ্রোরিয়ান ভির্টজ।

স্লোভাকিয়ার কাছে হেরে বাছাইপর্ব শুরু করা ইউলিয়ান নাগালসমানের দলকে এদিন সপ্তম মিনিটে এগিয়ে দেন গ্যানাব্রি। তবে ৩৪তম মিনিটে সমতায় ফেরে নর্দান আয়ারল্যান্ড।

দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও ধার বাড়ায় জার্মানি। ৬৩ থেকে ৬৭ মিনিটের মধ্যে স্বাগতিকদের তিনটি আক্রমণ প্রতিহত করেন গোলরক্ষক। তবে ৬৯তম মিনিট তার ভুলেই এগিয়ে যায় জার্মানরা। মাঝমাঠের কাছাকাছি থেকে লম্বা করে বল বাড়ান জার্মানির ডাভিড রাউম। পোস্ট থেকে কিছুটা এগিয়ে ছিলেন গোলরক্ষক। বল বাঁক খেয়ে চলে যায় তার পাশ দিয়ে। সেই সুযোগে ফাঁকা জালে বল পাঠান আমিরি।

মিনিট তিনেক পর বক্সের ঠিক বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে দলের তৃতীয় গোলটি করেন ভির্টজ।

দুই ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘এ গ্রুপের তিন নম্বরে আছে জার্মানি। তাদের সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে দুই নম্বরে আছে নর্দান আয়ারল্যান্ড। টানা দুই জয়ে শীর্ষে আছে স্লোভাকিয়া।

অন্য ম্যাচে লিথুয়ানিয়াকে ৩-২ গোলে হারিয়ে ‘জি গ্রুপের শীর্ষে অবস্থান করছে নেদারল্যান্ডস। গ্রুপের আরেক ম্যাচে ফিনল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে দুইয়ে আছে পোল্যান্ড।

জে গ্রুপের ম্যাচে কেভিন ডি ব্রুইনা ও জেরেমি ডকুর জোড়া গোলে কাজাখস্তানকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বেলজিয়াম।

মন্তব্য করুন: