সিটির কাছে বিধ্বস্ত হওয়ার পরও কোচিং দর্শনে অনড় ম্যানইউ কোচ
১৫ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচ খেলতে নেমে ম্যানচেস্টার সিটির কাছে বিধ্বস্ত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শেষে কোচ রুবেন আমুরি জানিয়েছেন, তার কৌশল নিয়ে যত সমালোচনাই হোক না কেন, তিনি নিজের ফুটবল দর্শন বদলাবেন না।
রোববার ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগে নগর প্রতিদ্বন্দ্বীর কাছে ৩-০ গোলে হারে ইউনাইটেড।
আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে সবশেষ লিগ ম্যাচে জয় পাওয়া ইউনাইটেডের এটি চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তৃতীয় পরাজয়। লিগে চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা আছে ১৪তম স্থানে।
গত নভেম্বরে এরিক টেন হাগের স্থলাভিষিক্ত হওয়া আমুরির অধীনে প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচের মধ্যে মাত্র আটটিতে জয় পেয়েছে ইউনাইটেড।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আমুরির কাছে জানতে চাওয়া হয়, তিনি তার কৌশল বদলানোর বিষয়ে ভাববেন কি না। হয়তো তার কৌশল খুব সহজেই প্রতিপক্ষরা ভাঙতে পারছে।
জবাবে পর্তুগিজ এই কোচ বলেন, “আমি বুঝতে পারছি আর মেনে নিচ্ছি, এটা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে থাকার মতো রেকর্ড নয়। এই কয়েক মাসে এমন অনেক কিছু ঘটেছে যেগুলো আপনারা জানেন না। তবে আমি মেনে নিচ্ছি।"
“আমি আমার দর্শন বদলাব না। যদি তারা (ইউনাইটেড কর্তৃপক্ষ) এটা বদলাতে চায়, তাহলে মানুষটা বদলাতে হবে। কিন্তু আমি বদলাব না। যখন আমি বদলাতে চাইব, তখন বদলাব। না হলে মানুষটা বদলাতে হবে। আর আমরা হেরে গেলে প্রতি ম্যাচে এই নিয়েই আলোচনা হবে। আমি আমার মতো করে খেলব, আর সেটা চালিয়ে যাব যতদিন না নিজে বদলাতে চাই।”
সিটির জয়ে জোড়া গোল করেছেন আর্লিং হালান্দ। মৌসুমে প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়ে গোল করেন ফিল ফোডেনও। ইউনাইটেডও কিছু সুযোগ তৈরি করেছিল। তবে ব্রায়ান এমবুমোর শট দারুণ সেভে রুখে দেন সিটিতে অভিষেক হওয়া ইতালিয়ান গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।
ম্যাচ চলার সময় সিটি সমর্থকরা আমুরির উদ্দেশ্যে বিদ্রূপ করে গেয়েছে, “তুমি কাল সকালে বরখাস্ত হচ্ছ।”
ইউনাইটেড সমর্থকদের উদ্দেশ্যে তার বার্তা কী – এমন প্রশ্নের জবাবে আমুরি বলেন, “আমার বার্তা হলো আমি সবকিছু দেব। সবকিছু করব, সবসময় ক্লাবের ভালো চিন্তা করে। সবসময় এটাই বার্তা ছিল। বাকি সিদ্ধান্ত আমার হাতে নয়। আমি সত্যিই জিততে চাই, তাই আমি তাদের চেয়ে বেশি কষ্ট পাচ্ছি।”
আগামী শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে লিগে ইউনাইটেডের পরবর্তী প্রতিপক্ষ চেলসি।
মন্তব্য করুন: