মেসির নৈপুণ্যে জয়ে ফিরল মায়ামি
১৭ সেপ্টেম্বর ২০২৫

লিওনেল মেসির নৈপুণ্যে মেজর লিগ সকারে (এমএলএস) জয়ে ফিরেছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন মহাতারকার গোল ও অ্যাসিস্টে সিয়াটল সাউন্ডার্সকে ৩-১ গোলে হারিয়েছে তারা।
বাংলাদেশ সময় বুধবার সকালে শেষ হওয়া ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পান মেসি। এবারের লিগে ২১ ম্যাচে এটি তার ২০তম গোল। মৌসুমে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের ওপরে আছেন ন্যাশভিলের স্যাম সারিজ, ৩০ ম্যাচে ২১ গোল।
ম্যাচের দ্বাদশ মিনিটে মায়ামির হয়ে জর্দি আলবার করা প্রথম গোলে সহায়তা করেন মেসি। তিনজন ডিফেন্ডারের মধ্য থেকে সাবেক বার্সেলোনার সতীর্থর দিকে বল বাড়িয়ে দেন তিনি। এরপর বক্সে ঢুকে বল জালে জড়ান আলবা। এবারের আসরে এটি মেসির ১২তম অ্যাসিস্ট।
৪১তম মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন মেসি। বাঁ পাশ আলবার গড়ানো ক্রসে ছুটে এসে শুয়ে পড়ে পা বাড়িয়ে বল জালে জড়ান আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা।
বিরতির পর রদ্রিগো দে পলের কর্নার থেকে মায়ামির তৃতীয় গোলটি করেন ইয়ান ফ্রে। ৬৯তম মিনিটে এক গোল শোধ দেয় সিয়াটল।
গত মাসে লিগস কাপের ফাইনালে এই সিয়াটলের কাছে ৩-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছিল মায়ামি। সেই ম্যাচে প্রতিপক্ষ কোচিং স্টাফ সদস্যের দিকে থুতু মেরে বর্তমানে লিগে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন লুইস সুয়ারেস।
এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২৭ ম্যাচে ১৪ জয়ে ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে আছে মেসির দল। ৩০ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফিলেডেলফিয়া।
মন্তব্য করুন: