জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু পিএসজি-লিভারপুল-বায়ার্নের
১৮ সেপ্টেম্বর ২০২৫

আতালান্তাকে গুঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে পিএসজি। অন্যদিকে রোমাঞ্চকর লড়াইয়ে আতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে লিভারপুল। অপর ম্যাচে হ্যারি কেইনের জোড়া গোলে ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসিকে হারিয়ে আসর শুরু করেছে বায়ার্ন মিউনিখ।
বুধবার ঘরের মাঠে ইতালিয়ান ক্লাব আতালান্তাকে ৪-০ গোলে হারায় পিএসজি। একপেশে লড়াইয়ে দুই অর্ধে ২টি করে গোল দেয় বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের ৬৭ শতাংশ সময় বল দখলে রাখা লুইস এনরিকের শিষ্যরা গোলের জন্য ২২টি শট নেয়। এর মধ্যে লক্ষ্যে থাকে ১৩টি। অন্যদিকে ৭টি শট নেওয়া আতালান্তা লক্ষ্যে রাখতে পারে কেবল দুটি।
শিরোপা ধরে রাখার অভিযানে তৃতীয় মিনিটেই ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োসের গোলে এগিয়ে যায় পিএসজি। একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও স্বাগতিকদের দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৯তম মিনিট পর্যন্ত। আশরাফ হাকিমির পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে শটে বল জালে জড়ান করেন খাভিচা কাভারাৎস্খেলিয়া। এরপর আরও এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল পিএসজির সামনে। কিন্তু ৪২তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রাডলি বার্কোলা।
বিরতির পর ৫১তম মিনিটে ব্যবধান বাড়ান নুনো মেন্দেস। যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করে বড় জয় নিশ্চিত করেন গন্সালো রামোস।
অ্যানফিল্ডে আতলেতিকোর চ্যালেঞ্জ সামলে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় তুলে নেয় লিভারপুল। ম্যাচের প্রথম ৬ মিনিটের মধ্যে মোহাম্মদ সালাহর নৈপুণ্যে ২ গোলে স্বাগতিকরা এগিয়ে যায়। তবে এরপর দারুণভাবে ম্যাচে ফেরে আতলেতিকো। যোগ করা সময়ে অলরেডদের জয় নিশ্চিত করেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক।
চতুর্থ মিনিটে সালাহর ফ্রি কিক থেকে লিভারপুলকে এগিয়ে দেন অ্যান্ডি রবার্টসন। এর দুই মিনিট পর স্কোরশিটে নাম তোলেন সালাহ নিজেই। ডি-বক্সের ভেতর প্রতিপক্ষের তিন জনের চ্যালেঞ্জ সামলে বল জালে জড়ান এই মিশরীয় তারকা।
প্রথমার্ধের যোগ করা সময়ে তৃতীয় মিনিটে এক গোল শোধ দেয় আতলেতিকো। বিরতির পর বেশ কিছু সুযোগ হাতছাড়া করেন সালাহ-ফ্লোরিয়ান ভির্টজরা। উল্টো ৮১তম মিনিটে আরেকটি গোল হজম করে বসে ইংলিশ চ্যাম্পিয়নরা। বক্সের বাইরে থেকে নিজের দ্বিতীয় গোল করে আতলেতিকোকে সমতায় ফেরান স্প্যানিশ মিডফিল্ডার মার্কোস ইয়োরেন্তে।
ম্যাচে ফিরতে মরিয়া আর্নে স্লটের দল পাল্টা আক্রমণে এরপর কয়েকটি কর্নার পায়। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এমনই এক কর্নারে হেড থেকে দলের তৃতীয় গোলটি করেন ফন ডাইক।
দিনের অন্য ম্যাচে ঘরের মাঠে চেলসিকে ৩-১ গোলে হারায় বায়ার্ন। ম্যাচের ২০তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এর মিনিট সাতেক পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন কেইন।
দুই মিনিট পরেই চেলসির হয়ে এক গোল শোধ দেন ইংলিশ মিডফিল্ডার কোল পালমার। বিরতির পর দু’দলই সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কেউই। এরপর ৬৩তম মিনিটে বায়ার্নের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন ইংলিশ গোলমেশিন কেইন।
৮৭তম মিনিটে পালমার আরেকবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসি।
অন্য ম্যাচে আয়াক্সকে ২-০ গোলে হারিয়েছে গতবারের রানার্সআপ ইন্টার মিলান।
মন্তব্য করুন: