আর্জেন্টিনাকে সরিয়ে ১১ বছর পর শীর্ষে স্পেন

১৯ সেপ্টেম্বর ২০২৫

আর্জেন্টিনাকে সরিয়ে ১১ বছর পর শীর্ষে স্পেন

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হটিয়ে ১১ বছর পর ফিফা ্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা ইউরো জয়ী স্পেন।

বৃহস্পতিবার প্রকাশিত ্যাঙ্কিংয়ে এক বছর পর শীর্ষ দশের বাইরে চলে গেছে চারবারের বিশ্বকাপ জয়ী জার্মানি। এক ধাপ অবনমন হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের।

২০১৪ সালের জুনে সবশেষ ্যাঙ্কিংয়ের নম্বরে থাকা স্পেন গত এক বছরের বেশি সময় ধরে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় শীর্ষস্থান ফিরে পেল। সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দুটি ম্যাচেই জয় পেয়েছে তারা। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে তারা বুলগেরিয়াকে - তুরস্ককে - গোলে হারিয়েছে।

অন্যদিকে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফ্রান্স। বিশ্বকাপ বাছাইপর্বে শুরুর দুই ম্যাচে জিতেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরাও। ইউক্রেনকে - গোলে হারানোর পর দিদিয়ের দেশমের দল আইসল্যান্ডকে - গোলে হারায়।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে একুয়েডরের কাছে - গোলে হেরে দুই ধাপ নেমে ্যাঙ্কিংয়ের তিনে চলে গেছে আর্জেন্টিনা।

আগের মতোই চার নম্বরে আছে ইংল্যান্ড। এক ধাপ এগিয়ে ব্রাজিলকে সরিয়ে পঞ্চম স্থানে উঠেছে পর্তুগাল। ছয়ে নেমে গেছে ব্রাজিল। কার্লো আনচেলত্তির দল চলতি মাসের প্রথম সপ্তাহে বলিভিয়ার মাঠে - গোলে হেরে যায়।

আগের মতো সপ্তম অষ্টম স্থানে আছে যথাক্রমে নেদারল্যান্ডস বেলজিয়াম। এক ধাপ করে এগিয়েছে ক্রোয়েশিয়া (নবম) ইতালি (দশম)

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্লোভাকিয়ার কাছে - গোলে হেরে তিন ধাপ পিছিয়ে ১২ নম্বরে আছে জার্মানি।

্যাঙ্কিংয়ে আগের মতো ১৮৪ নম্বরেই আছে বাংলাদেশ। হাভিয়ের কাবরেরার দল দুটি প্রীতি ম্যাচ খেলতে চলতি মাসে নেপালে গিয়েছিল। প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়। দেশটির রাজনৈতিক অস্থিরতার কারণে দ্বিতীয় ম্যাচটি বাতিল করা হয়।

মন্তব্য করুন: