‘চ্যাম্পিয়নস লিগে রোনালদোর রেকর্ড ভাঙবেন হলান্দ’

১৯ সেপ্টেম্বর ২০২৫

‘চ্যাম্পিয়নস লিগে রোনালদোর রেকর্ড ভাঙবেন হলান্দ’

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে কম ম্যাচে পঞ্চাশ গোল করার রেকর্ড গড়েছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্দ। ইংলিশ ক্লাবটির কোচ পেপ গুয়ার্দিওলার বিশ্বাস, নরওয়েজিয়ান এই গোলমেশিন যেভাবে ছুটছেন, তাতে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে একদিন ইউরোপ ক্লাব সেরার আসরের সর্বোচ্চ গোলদাতা হবেন।

বৃহস্পতিবার ঘরের মাঠে নাপোলিকে - হারিয়ে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু করে সিটি। দ্বিতীয়ার্ধে দলে প্রথম গোলটি করেন হলান্দ। এতেই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম ম্যাচে পঞ্চাশ গোলের মাইলফলক স্পর্শ করেন এই ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার।

৬২ ম্যাচে ৫০ গোলে আগের রেকর্ডটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদের ডাচ ফরোয়ার্ড রুড ফন নিস্টলরয়ের। হলান্দের লেগেছে ৪৯ ম্যাচ। 

আগেও নানা সময়ে গুয়ার্দিওলা বলেছিলেন, গোল করার দক্ষতার দিক থেকে হলান্দকে তিনি রোনালদো-মেসিদের কাতারেই রাখেন। এই রেকর্ডের পর আবারও তার কণ্ঠে ফুটে উঠল একই কথা।

আমি আর কী বলতে পারি? পরিসংখ্যানই তার হয়ে কথা বলছে। তার মতো একজনকে পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। সে রুড ফন নিস্টলরয়, রবের্ট লেভানডফস্কির মতো গোলস্কোরার, বিশেষ করে দুই দানব ক্রিশ্চিয়ানো (রোনালদো) (লিওনেল) মেসির পাশেই। আর্লিংয়ের সেই কাতারে থাকা অবিশ্বাস্য।

১৪১ গোল করে চ্যাম্পিয়ন্স লিগে গোলের তালিকায় সবার ওপরে আছেন রোনালদো। ১২৯ গোল করে দুইয়ে আছেন মেসি। শীর্ষ পাঁচে থাকা পরের তিনজন হলেন লেভানডফস্কি (১০৫), করিম বেনজেমা (৯০) রাউল গনসালেস (৭১)

হলান্দ রোনালদোকে টপকে যেতে পারবেন কি নাজানতে চাওয়া হলে এর সম্ভাবনা ভালোভাবেই দেখার কথা জানান গুয়ার্দিওলা।

সে যদি ছন্দ ধরে রাখতে পারে, হ্যাঁ তা হবে (গোলের রেকর্ড) যদিও কাজটা সহজ নয়। আরও ১০ বছর সে খেলতে পারে। এই অগ্রগতি ধরে রাখতে পারলে নিশ্চিতভাবেই।

মন্তব্য করুন: