পোপ বললেও নিজের কৌশল বদলাবেন না ম্যানইউ কোচ

২০ সেপ্টেম্বর ২০২৫

পোপ বললেও নিজের কৌশল বদলাবেন না ম্যানইউ কোচ

নতুন মৌসুমেও টানা হতাশাজনক ফলের পরও নিজের কৌশল থেকে একচুলও নড়ছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমুরি। এমনকি স্বয়ং পোপ এলেও তাকে কৌশল বদলাতে রাজি করাতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।

গত নভেম্বর ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর প্রিমিয়ার লিগে সেই মৌসুমে আমুরির অধীনে ২৭ ম্যাচের মধ্যে মাত্র ৭টিতে জয় পেয়েছিল। প্রিমিয়ার লিগ ইতিহাসে নিজেদের সবচেয়ে বাজে অবস্থানে থেকে মৌসুম শেষ করেছিল তারা।

নতুন মৌসুমেও শুরুটা ভালো হয়নি তাদের। লিগে চার ম্যাচে জয় মাত্র একটিতে। মাঝে লিগ কাপে চতুর্থ স্তরের দল গ্রিমসবি টাউনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় ইংলিশ ফুটবলের অন্যতম সফল দলটিকে।

ইউনাইটেডে দায়িত্ব নেওয়ার পর থেকে রক্ষণে তিনজন সেন্টার ব্যাক নিয়ে কৌশল সাজিয়েছেন আমুরি। যেখানে ইংলিশ ফুটবলেরবিগ সিক্সের অন্যদলগুলো রক্ষণে চারজন সেন্টার ব্যাক নিয়ে খেলছে।

গত বৃহস্পতিবার ইউনাইটেডের সহ-মালিক জিম র‍্যাটক্লিফ প্রশিক্ষণ মাঠে আসেন। চেলসির বিপক্ষে পরবর্তী লিগ ম্যাচে মাঠে নামার আগে শুক্রবার সংবাদ সম্মেলনে আমুরিকে জিজ্ঞেস করা হয়, ক্লাবের মালিক কি তাকে দলের কৌশল বদলাতে বলেছেন কি না?

জবাবে পর্তুগিজ এই কোচ বলেন, “না, না, না... পোপও এটা বদলাতে পারবে না। এটা আমার কাজ। আমার দায়িত্ব। আমার জীবন। তাই আমি এটা বদলাবো না।

যদি আমি একজন খেলোয়াড় হই আর দেখি কোচ প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে এবং সবাই বলছেতোমাকে সিস্টেম বদলাতে হবে, সে হঠাৎ বলে দেয়আমি বদলাচ্ছি, তখন খেলোয়াড়রা তাকে অন্য চোখে দেখবে। সিদ্ধান্তের প্রভাব দলের ওপর কেমন হবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি আমার মতো করেই কাজ করছি। আশা করি সময় পাবো পরিবর্তনের জন্য, তবে সেটা হবে ধীরে ধীরে।

হচ্ছে ব্রুনো ফের্নান্দেসকে কেবল মধ্যমাঠে খেলানোর সিদ্ধান্ত নিয়েও আমুরির সমালোচনা হচ্ছে। পর্তুগিজ এই তারকা আগে আক্রমণাত্মক ভূমিকায় সফল ছিলেন।

প্রসঙ্গে আমুরি বলেন, “আমি চাই ব্রুনো বেশি বল পায়, যেন খেলাটা নিয়ন্ত্রণ করতে পারে। হয়তো সে আগের মতো স্বাধীনভাবে বক্সে ঢুকতে পারছে না। কিন্তু সে সুযোগ পাচ্ছে আর শটও নিচ্ছে। মাঝে মাঝে আমরা সামনে ব্রুনোকে মিস করি। তবে যদি (মাতেউস) কুইয়া থাকে, তাহলে আমাদের বাড়তি একজন খেলোয়াড় পাওয়া যায়।

আমি শুধু দলকে ভারসাম্য দিতে চাই এবং ম্যাচটা কল্পনা করে সাজাই। আমি ব্রুনোকে ঠিকঠাকই দেখছি। সে হতাশ, কারণ আমরা জিততে পারছি না। আর মাঝে মাঝে সে সামনে যেতে চায়। কিন্তু তার দায়িত্ব আছে পালন করার।

মন্তব্য করুন: