এমবাপ্পেও সব ম্যাচে শুরুর একাদশে থাকবে না: রিয়াল কোচ
২০ সেপ্টেম্বর ২০২৫

নতুন মৌসুমে নির্দিষ্ট কোনো শুরুর একাদশে মাঠে নামাননি রিয়াল মাদ্রিদ কোচ শাবি আলোনসো। একাধিক খেলোয়াড়কে ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছেন তিনি। কিন্তু দলের হয়ে পাঁচ ম্যাচের সবকটিতেই আক্রমণভাগে শুরুর একাদশে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে ফরাসি এই তারকাকেও মৌসুমজুড়ে তাকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে বলে জানিয়েছেন আলোনসো।
রিয়ালের হয়ে লা লিগায় চার ও চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচে মোট ছয়টি গোল করেছেন এমবাপ্পে। এই ম্যাচগুলোয় ভিনিসুস জুনিয়রের জায়গায় একাধিকবার বাঁ উইংয়ে রদ্রিগোকে শুরুর একাদশে রাখেন আলোনসো। গত মৌসুমের বেশির ভাগ ম্যাচেই আক্রমণভাগের এই তিন ফুটবলারকে শুরুর একাদশে মাঠে নামিয়েছিলেন তখনকার কোচ কার্লো আনচেলত্তি।
শুধু এমবাপ্পেরই শুরুর একাদশে জায়গা নির্দিষ্ট কি না – শুক্রবারের সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে আলোনসো বলেন, “আমাদের অনেক ম্যাচ আছে এবং আমি নিশ্চিত এমন ম্যাচ আসবে যখন সে শুরুর একাদশে থাকবে না।”
“তাকে স্বাভাবিকভাবে এটা মেনে নিতে হবে। কিলিয়ান খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এমন দিন আসবে যেদিন সে শুরু করবে না। আমরা এখনো মাত্র পাঁচ ম্যাচ খেলেছি, সিদ্ধান্তে পৌঁছাতে আমাদের অপেক্ষা করতে হবে।”
গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে মার্সেইয়ের বিপক্ষে ২–১ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন না ভিনিসুস। এ কারণে তাকে কিছুটা হতাশও দেখা যায়। ওই ম্যাচে রদ্রিগো শুরু করেছিলেন। তার বদলি হিসেবে ৬৩তম মিনিটে মাঠে নেমেছিলেন ভিনিসুস।
আলোনসো জানান, শুক্রবার অনুশীলনের সময় ভিনিসুসের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন।
“আমি তাকে ভালো অবস্থায় দেখেছি। অবশ্য বৃহস্পতিবার ওই দিনের (মঙ্গলবারের) ঘটনার কারণে কথা বলার সময় ছিল না। তবে আজকে সে অনেক বেশি ইতিবাচক এবং ফুরফুরে মেজাজে ছিল। আমি তার সঙ্গে কথা বলেছি, খুব বেশি না। সে একা কিছু কাজ করেছে আমার সঙ্গে এবং খুব ভালো অনুভূতি নিয়েই শেষ করেছে।”
তবে শনিবার ঘরের মাঠে এস্পানিওলের বিপক্ষে লিগ ম্যাচে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড শুরুর একাদশে থাকবেন কি না – সে বিষয়ে তিনি কিছু জানাননি রিয়াল কোচ। তবে ভিনিসুস ও রদ্রিগোর পারফরম্যান্সে নিজের সন্তুষ্টির কথা তুলে ধরেন আলোনসো।
“শুরুর একাদশে হোক কিংবা বদলি হিসেবে, দুজনের প্রভাবই খুব ভালো ছিল। রদ্রিগোর গুণ, সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা, লিংক-আপ করার সামর্থ্য… কিন্তু ভিনিসুসেরও মধ্যেও এগুলো আছে।”
এখন পর্যন্ত মৌসুমে অপরাজিত রিয়াল লা লিগায় চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে।
মন্তব্য করুন: