এভারটনকে হারিয়ে টানা পঞ্চম জয় লিভারপুলের

২০ সেপ্টেম্বর ২০২৫

এভারটনকে হারিয়ে টানা পঞ্চম জয় লিভারপুলের

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে হারিয়ে মৌসুমে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে লিভারপুল। শনিবার অ্যানফিল্ডে ২-১ গোলের জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের আধা ঘণ্টার ভেতর দুই গোলে এগিয়ে যায় আর্নে স্লটের দল। বিরতির পর এক গোল শোধ দেয় এভারটন।

নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শুরুটা ভালো হলেও আক্রমণে ধার ছিল না লিভারপুলের। ৫৮ শতাংশ সময় বল দখলে রাখা স্বাগতিকরা গোলের জন্য শট নেয় ১১টি, যার মধ্যে লক্ষ্যে থাকে কেবল ৩টি। অন্যদিকে ৯ শট নেওয়ায় এভারটনের লক্ষ্যে থাকে ২টি।

ম্যাচের দশম মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন রায়ান গ্রাভেনবাখ। মোহাম্মদ সালাহর বাড়ানো বল ডি-বক্সের ভেতর শূন্যে থাকা অবস্থায় দারুণ এক কোনাকুনি শটে জালে জড়ান এই ডাচ ডিফেন্সিভ মিডফিল্ডার। এরপর দ্বিতীয় গোলে অবদান রাখেন তিনি।

গ্রাভেনবাখের বাড়ানো বল ডি-বক্সের ভেতর থেকে নিচু শটে জালে জড়ান উগো একিতিকে। গ্রীষ্মকালীন দলবদলে লিভারপুলে যোগ দেওয়া ফরাসি এই ফরোয়ার্ডের লিগে এটি তৃতীয় গোল।

৫৮তম মিনিটে এভারটনের হয়ে এক গোল শোধ করেন সেনেগালের মিডফিল্ডার ইদ্রিসা গেয়ি।

গোল হজমের পর একসঙ্গে দুটি পরিবর্তন আনেন স্লট। কোডি গাকপো ও আলেক্সিস মাক আলিস্তেরকে তুলে মাঠে নামান ফ্লোরিয়ান ভির্টস ও কার্টিস জোন্সকে। ৬৭তম মিনিটে একিতিকের বদলি হিসেবে নামেন ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড গড়ে দলে যোগ দেওয়া আলেকসান্দার ইসাক। এটি লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে সুইডিশ এই ফরোয়ার্ডের অভিষেক।

তবে বাকিটা সময় আক্রমণে বলার মতো কিছু করতে পারেনি অলরেডরা।

টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

মন্তব্য করুন: