ফের্নান্দেসের মাইলফলক ছোঁয়ার ম্যাচে চেলসিকে হারাল ম্যানইউ
২১ সেপ্টেম্বর ২০২৫

ব্রুনো ফের্নান্দেসের শততম গোলের মাইলফলক স্পর্শের ম্যাচে প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই লাল কার্ডের ম্যাচে চেলসিকে ২-১ গোলে হারিয়েছে রুবেন আমুরির দল।
শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের শুরুতেই ১০ জনের দলে পরিণত হয় চেলসি। পঞ্চম মিনিটে বক্সের বাইরে বেরিয়ে এসে ইউনাইটেড ফরোয়ার্ড ব্রায়ান এমবুমোকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন গোলরক্ষক রবের্ত সানচেস। রক্ষণে শক্তি বাড়াতে সঙ্গে সঙ্গে দুই উইঙ্গারকে বসিয়ে নতুন গোলরক্ষক ও এক ডিফেন্ডারকে নামান চেলসি কোচ।
১০ জনের চেলসিকে চেপে ধরে এগিয়ে যেতে খুব একটা সময় নেয়নি স্বাগতিকরা। ১৪তম মিনিটে প্যাট্রিক ডগুর হেডে ছয় গজ বক্সের ভেতর থেকে ভলিতে বল জালে জড়ান ফের্নান্দেস। ইউনাইটেডের জার্সিতে প্রিমিয়ার লিগে ২০০তম ম্যাচে পর্তুগিজ এই মিডফিল্ডারের সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ১০০তম গোল।
আক্রমণাত্মক ফুটবলে ৩৭তম মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন কাসেমিরো। কিন্তু প্রথামর্ধের যোগ করা সময়ের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।
বিরতির পর ১০ জনের দল নিয়ে তেমন সুযোগ তৈরি করতে পারেনি ইউনাইটেড। ৮০তম মিনিটে চেলসির হয়ে এক গোল শোধ করেন ট্রেভো শ্যালাবা। তবে বাকি সময় আর গোলের দেখা পায়নি ক্লাব বিশ্বকাপ জয়ীরা। ২০১৩ সাল থেকে ঘরের মাঠে লন্ডনের ক্লাবটির বিপক্ষে অপরাজিত থাকল ইউনাইটেড।
চলতি মৌসুমে লিগে পাঁচ ম্যাচে আমুরির দলের এটি দ্বিতীয় জয়। ৭ পয়েন্ট নিয়ে বর্তমানে ১০ নম্বরে আছে তারা। সমান ম্যাচে লিগে প্রথম হারের স্বাদ পাওয়া চেলসি ৮ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।
দিনের অন্য ম্যাচে অ্যানফিল্ডে নগর প্রতিদ্বন্দ্বী এভারটনকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে লিভারপুল। পাঁচ ম্যাচের সবকটিতে জেতা বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ১৫।
অপর ম্যাচে ব্রাইটনের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে টটনাম হটস্পার। পাঁচ ম্যাচে তিন জয়ে ১০ পয়েন্ট নিয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে আছে তারা।
মন্তব্য করুন: