শেষ সময়ের গোলে ম্যানসিটির সঙ্গে আর্সেনালের ড্র

২২ সেপ্টেম্বর ২০২৫

শেষ সময়ের গোলে ম্যানসিটির সঙ্গে আর্সেনালের ড্র

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লির যোগ করা সময়ের গোলে ম্যানচেস্টার সিটির সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল।

রোববার রাতে এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের নবম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে আর্লিং হলান্দের গোলে এগিয়ে যায় সিটি।

আর্সেনাল প্রথমার্ধে বেশ নিষ্প্রভ থাকলেও বিরতিতে দুই পরিবর্তনের পর ম্যাচে নিয়ন্ত্রণ নেয়। আর সিটি অস্বাভাবিকভাবে রক্ষণাত্মক ফুটবল খেলা শুরু করে।

ম্যাচের শেষদিকে পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলে সিটি আর্সেনালের আক্রমণ ঠেকাচ্ছিল। স্বাগতিকরা গোলের জন্য মরিয়া চেষ্টা চালালেও গোলের সুযোগ বের করতে পারছিল না।

শেষে যোগ করা সময়ে ৯৩তম মিনিটে দুর্দান্তভাবে বল জালে পাঠিয়ে আর্সেনালের হার এড়ান বদলি হিসেবে নামা মার্তিনেল্লি। গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে আথলেটিক বিলবাওয়ের বিপক্ষেও বদলি হিসেবে নেমে গোল ও অ্যাসিস্ট করেছিলেন তিনি।

অপ্টার পরিসংখ্যান অনুযায়ী, ম্যাচে সিটির বল দখল ছিল মাত্র ৩২ দশমিক ৮ শতাংশ, যা শীর্ষ লিগগুলোতে পেপ গুর্দিওলার ৬০১টি ম্যাচের মধ্যে তার দলের জন্য সর্বনিম্ন।

এই ড্রয়ে পাঁচ ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট দাঁড়াল ১০। শীর্ষে থাকা লিভারপুল থেকে তারা এখন পাঁচ পয়েন্টে পিছিয়ে। অন্যদিকে সিটি ৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে।

মন্তব্য করুন: