প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন দেম্বেলে

২৩ সেপ্টেম্বর ২০২৫

প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন দেম্বেলে

প্যারিসে ব্যালন ডিঅরের মঞ্চে প্রথমবারের মতো সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পিএসজির ফরোয়ার্ড উসমান দেম্বেলে। গত মৌসুমে ট্রেবল জয়ী ফরাসি ক্লাবটি এদিন পুরুষদের একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার জিতে নিয়েছে।

২৮ বছর বয়সী দেম্বেলে গত মৌসুমে পিএসজির হয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল এবং ১৪টি অ্যাসিস্ট করেছেন। তার নৈপুণ্যেই ক্লাব জিতেছে চ্যাম্পিয়নস লিগ, লিগ ওয়ান ফরাসি কাপ।

লিগ ওয়ানে ২১ গোল করে দেম্বেলে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হন। একই সঙ্গে লিগ ওয়ান চ্যাম্পিয়নস লিগ দুই প্রতিযোগিতারই বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন।

এছাড়া দেম্বেলে পিএসজিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালেও তুলেছিলেন, যেখানে নিউ জার্সিতে তারা চেলসির কাছে হেরে যায়।

বার্সেলোনার উদীয়মান তারকা লামিনে ইয়ামালকে হারিয়ে এই পুরস্কার জেতেন দেম্বেলে। পিএসজির সতীর্থ ভিতিনিয়া হয়েছেন তৃতীয়।

দেম্বেলের এই জয় ছিল পিএসজির বহু সাফল্যের অংশ। গত মৌসুমে তারা ট্রেবল (চ্যাম্পিয়নস লিগ, লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ) জিতেছে এবং এই বছর উয়েফা সুপার কাপও জিতেছে। পিএসজি মৌসুমের সেরা দল, লুইস এনরিক সেরা কোচ এবং জানলুইজি দোন্নারুম্মা (এখন ম্যানচেস্টার সিটিতে) সেরা গোলরক্ষকের ট্রফি জেতেন।

সোমবার সন্ধ্যায় পিএসজি খেলার মাঠে থাকলেও দেম্বেলে উপস্থিত ছিলেন প্যারিসের অনুষ্ঠানে। চোটের কারণে দেম্বেলে বর্তমানে মাঠের বাইরে আছেন। সে কারণে সোমবার মার্সেইয়ের কাছে পিএসজির - ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে খেলতে পারেননি।

মঞ্চে দাঁড়িয়ে চোখের জল ধরে রাখতে পারেননি দেম্বেলে।আমি যা এখন অনুভব করছি তা অসাধারণ, বলার মতো কোনো ভাষা নেই।এই ট্রফি জেতা সহজ নয়, আর সেটি যখন ফুটবলের কিংবদন্তি রোনালদিনিয়োর হাত থেকে পেলাম, তা দারুণ এক ব্যাপার।

২০২৩ সালে আমাকে দলে নেওয়ার জন্য আমি পিএসজিকে ধন্যবাদ জানাই। এটি এক অসাধারণ পরিবার। সভাপতি নাসের আল-খেলাইফি আমার কাছে বাবার মতো। আমি স্টাফ, কোচ সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। আমরা প্রায় সবকিছুই একসঙ্গে জিতেছি।

মঞ্চে মাকে ধন্যবাদ জানাতে গিয়ে আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন দেম্বেলে। জাতীয় দলের হয়ে ২০২৬ বিশ্বকাপ জেতার প্রতিশ্রুতি দেন তিনি।

মন্তব্য করুন: