দেম্বেলেকে মেসি-এমবাপ্পের অভিনন্দন
২৩ সেপ্টেম্বর ২০২৫

পিএসজির হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে প্রথমবারের ব্যালন ডি’অর জিতেছেন উসমান দেম্বেলে। ফরাসি তারকার এই অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন এক সময়ের ক্লাব সতীর্থ লিওনেল মেসি ও জাতীয় দল সতীর্থ কিলিয়ান এমবাপ্পে।
সোমবার প্যারিস জমকালো এক অনুষ্ঠানে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি হাতে নেন দেম্বেলে। একই সঙ্গে পিএসজির প্রথম কোনো ফুটবলার হিসেবে এই সম্মাননা জেতেন তিনি।
গত মৌসুমে ৫৩ ম্যাচে ৩৫ গোল ও ১৪টি অ্যাসিস্ট করে পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতাতে সাহায্য করেন দেম্বেলে। এছাড়াও দলকে লিগ ওয়ান ও কাপ শিরোপা জেতাতেও ভূমিকা রাখেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
গত গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে সাত বছর পিএসজি কাটান এমবাপ্পে। জাতীয় দল ছাড়াও প্যারিসের দলটিতেও দেম্বেলের সঙ্গে মাঠ মাতিয়েছিলেন তিনি। ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার এখনও ব্যালন ডি’অর জিততে পারেননি। এবার তিনি সপ্তম হয়েছেন।
দেম্বেলের হাতে পুরস্কার ওঠার কয়েক মিনিট পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে পিএসজির দেম্বেলে ব্যালন ডি’অর জয়ের একটি ছবি শেয়ার দিয়ে এমবাপ্পে লেখেন, “উসমান দেম্বেলে। এটা দারুণ রোমাঞ্চকর, আমার ভাই! তুমি এটা হাজার বার পাওয়ার যোগ্য।”
অন্যদিকে আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসিও দেম্বেলেকে শুভেচ্ছা জানিয়েছেন। বার্সেলোনায় চার মৌসুম একসঙ্গে কাটিয়েছিলেন এই দুই ফুটবলার। এরপর ২০২১ সালে পিএসজিতে যোগ দেন মেসি।
দেম্বেলের ব্যালন ডি’অর জেতা পোস্টের কমেন্টে স্প্যানিশ ভাষায় আর্জেন্টাইন মহাতারকা লেখেন, “দারুণ উস!!! অভিনন্দন, আমি তোমার জন্য ভীষণ খুশি। তুমি এটা পাওয়ার যোগ্য।”
২০১৭ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ১০ কোটি ৫০ লাখ ইউরোতে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন দেম্বেলে। কিন্তু কাতালান ক্লাবটিতে একের পর এক চোটের কারণে ছয় বছরের ক্যারিয়ারে নিজেকে কখনও মেলে ধরতে পারেননি তিনি। এরপর ২০২৩ সালে পিএসজিতে যোগ দেন তিনি।
পুরস্কার গ্রহণের সময় বার্সেলোনায় খেলার কথা স্মরণ করে দেম্বেলে বলেন, “আমি বার্সেলোনায় অনেক কিছু শিখেছি, মেসি আর ইনিয়েস্তার মতো খেলোয়াড়দের পাশে খেলতে গিয়ে। এটা ছিল দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতা। আমি ভীষণ খুশি, যখন দেখি এই পুরস্কার জেতা কিংবদন্তিদের নামের সঙ্গে আমার নামও যুক্ত হয়েছে।”
মন্তব্য করুন: