ইয়ামালকে ৩২১ পয়েন্ট পেছনে ফেলেছিলেন দেম্বেলে
২৭ সেপ্টেম্বর ২০২৫

লামিনে ইয়ামালকে কত ব্যবধানে পেছনে ফেলে উসমান দেম্বেলে ব্যালন ডি’অর জিতেছেন – এটা নিয়ে আগ্রহ ছিল অনেকের মাঝেই। এবার খেলোয়াড়দের সেই পয়েন্টের তালিকা প্রকাশ করেছে ব্যালন ডি’অরের প্রবর্তক ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যালন ডি’অরের এক্স হ্যান্ডলে এবারের শীর্ষ ১০ খেলোয়াড়ের ভোট পাওয়ার তালিকা প্রকাশ করা হয়। প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতা পিএসজি তারকা দেম্বেলে পেয়েছেন ১ হাজার ৩৮০ পয়েন্ট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়ামালকে ৩২১ পয়েন্টে পেছনে ফেলেন তিনি। বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড ইয়ামাল পেয়েছেন ১ হাজার ৫৯ পয়েন্ট। এই দুই ফুটবলার ছাড়া আর কেউ ১ হাজারের বেশি পয়েন্ট পাননি।
তৃতীয় স্থানে থাকা পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া পেয়েছেন ৭০৩ পয়েন্ট। চতুর্থ স্থানে লিভারপুলকে ২০তম লিগ শিরোপা জেতানো মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর পয়েন্ট ৬৫৭। বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল জেতাতে বড় অবদান রাখা পঞ্চম স্থানে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া পেয়েছেন ৬২০ পয়েন্ট।
এবারের ব্যালন ডি’অর পুরস্কারের জন্য ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ১৩ জুলাই পর্যন্ত পারফরম্যান্সকে বিবেচনা করা হয়েছে। ২০২২ সাল থেকে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০টি দেশের একজন করে সাংবাদিকের ভোটে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
এই নিয়মে প্রত্যেকে সাংবাদিক নিজের শীর্ষ ১০ ঠিক করেন, যেখানে প্রথম স্থানে থাকা খেলোয়াড় পান ১৫ পয়েন্ট, দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড় ১২ পয়েন্ট ও তৃতীয় স্থানে থাকা খেলোয়াড় ১০ পয়েন্ট পান। এভাবে ক্রমানুসারে বাকি খেলোয়াড়রা ৮, ৭, ৫, ৪, ৩, ২ আর ১ পয়েন্ট করে পান। সব ভোটের পয়েন্ট যোগ করে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ফুটবলার জেতেন ব্যালন ডি’অর।
স্পোর্টস ইলাস্ট্রেটরের এক প্রতিবেদনে কোন খেলোয়াড় কতটি প্রথম স্থানের ভোট পেয়েছেন সেটি প্রকাশ করা হয়েছে। সবচেয়ে বেশি ৭৩ বার প্রথম স্থানের ভোট পান দেম্বেলে। ইয়ামাল পেয়েছেন কেবল ১১ বার। এছাড়া ভিতিনিয়া ৬ বার, সালাহ ৪ বার, আশরাফ হাকিমি ৩ বার এবং কিলিয়ান এমবাপ্পে, খাভিচা কাভারাৎস্খেলিয়া ও স্কট ম্যাকটোমিনে একবার করে প্রথম স্থানের ভোট পেয়েছেন।
মন্তব্য করুন: