গুয়ার্দিওলার চোখে হলান্দের গোলসংখ্যা ‘অবিশ্বাস্য’
২৮ সেপ্টেম্বর ২০২৫

একের পর এক গোল করেই যাচ্ছেন ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হলান্দ। আর নরওয়ের এই ফরোয়ার্ডের গোলসংখ্যা ‘অবিশ্বাস্য’ বলে উল্লেখ করেছেন ক্লাবটির কোচ পেপ গুয়ার্দিওলা।
শনিবার বার্নলির বিপক্ষে ঘরের মাঠে সিটির ৫-১ জয়ের ম্যাচে শেষদিকে দুই গোল করেন হলান্দ। ইংলিশ প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে আট গোল নিয়ে শীর্ষে আছেন তিনি।
লিগে টটনাম হটস্পার ও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে টানা দুই হার থেকে ঘুরে দাঁড়াল সিটি। এরপর তারা ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারানো এবং আর্সেনালের সঙ্গে ড্র করার পর বার্নলিকে উড়িয়ে দিল। হলান্দ টানা চার ম্যাচে গোল করেন।
চলতি মাসের শুরুতে চ্যাম্পিয়নস লিগে নাপোলির বিপক্ষে সিটির ২-০ জয়ের ম্যাচে নিজের ৪৯তম ম্যাচে এই টুর্নামেন্টে সবচেয়ে দ্রুত ৫০ গোল করার রেকর্ড করেন হলান্দ।
গুয়ার্দিওলা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, “তার সংখ্যাগুলো সত্যিই অবিশ্বাস্য। আমরা রসিকতা করতে পারি, কিন্তু আসলেই অবিশ্বাস্য।”
সপ্তাহের মাঝামাঝি হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে লিগ কাপের ম্যাচে চোটের কারণে না খেলা হলান্দ বার্নলির বিপক্ষে ফিরেই দুই গোল করেন এবং একটি গোলে অ্যাসিস্ট করেন।
গুয়ার্দিওলা সিটির দলীয় স্পিরিটের প্রশংসা করে বলেন, “আমরা ভালো দলীয় চেতনা গড়ে তুলছি। আমি মনে করি, ইউনাইটেড ম্যাচে দল ভিন্নভাবে খেলেছে, শরীরী ভাষাও আলাদা ছিল। এমনকি আর্সেনালের বিপক্ষে খারাপ খেললেও, কিভাবে তারা একে অন্যকে সাহায্য করেছে, সেটাই আসল চাবিকাঠি।”
মন্তব্য করুন: