রিয়ালের বিপক্ষে ৫ গোল, আবেগে ভাসলেন আতলেতিকো কোচ

২৮ সেপ্টেম্বর ২০২৫

রিয়ালের বিপক্ষে ৫ গোল, আবেগে ভাসলেন আতলেতিকো কোচ

রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগায় - গোলের দুর্দান্ত জয় তুলে নেওয়ার পর দলের বিশ্বাস সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে।

শনিবারের ম্যাচে ৭৫ বছরের মধ্যে প্রথমবার নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পাঁচ গোল করে আতলেতিকো।

এই ম্যাচের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচে মাত্র একটি জয় পাওয়া আতলেতিকোর জন্য এই জয় ছিল আবেগঘন। বেঞ্চে বসেই আনন্দাশ্রু ঝরিয়েছেন সিমিওনে।

ভেতরে অনেক আবেগ জমে আছে। মৌসুম কঠিনভাবে শুরু হয়েছিল। অনেকের পরিশ্রম আড়ালে থেকে যায়, কিন্তু আজ ফল পাওয়া দারুণ।

ম্যাচ শেষে আর্জেন্টিনার এই কোচ বলেন, “রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা দলগুলোর একটি, আর আজ আমাদের দুর্দান্ত খেলতে হয়েছে। শুরু থেকেই জানতাম, আমরা কোথায় আঘাত করতে পারি। নিকো গনসালেস, পাবলো বারিওস, হুলিয়ান আলভারেস, জুলিয়ানো সিমিওনেএরা বাইরে থেকে ভেঙে সেন্টার-ব্যাকদের টেনে বের করে দিচ্ছিল আর ভেতরে আলেক্সান্দার সরলথ সুযোগ তৈরি করছিল। তাদের দুই গোল বাদ দিলে দল দারুণ খেলেছে।

দলের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করে সিমিওনে বলেন, “আমাদের খেলায় যে বিষয়টা সবচেয়ে নজর কাড়ে তা হলো সম্মিলিত কাজ আর পরিকল্পনায় বিশ্বাস। ম্যাচটা আমরা ঠিকভাবে বুঝেছি। সমর্থকরা খুশি, কারণ আমরা এমন এক প্রতিপক্ষের বিপক্ষে জিতেছি যারা সচরাচর কম গোল খায়।

আতলেতিকো কোচ বিশেষভাবে প্রশংসা করেছেন হুলিয়ান আলভারেসের, যিনি জোড়া গোলসহ দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন।

আলভারেস দলে, ক্লাবে নিবেদিত। তার প্রতিভা আছে, কঠোর পরিশ্রম করে। শুধু আক্রমণ নয়, রক্ষণেও সাহায্য করে। আমাদের তাকে দরকার, যত্ন নিতে হবে, আশা করি অনেক বছর সে ক্লাবে থাকবে।

মৌসুমের শুরুতে দলের সংগ্রাম নিয়ে সিমিওনে বলেন, “হারলে কথা বলা কঠিন হয়ে যায়, কারণ তা অজুহাত মনে হয়। আটজন নতুন খেলোয়াড় এসেছে, সাতজন গত বছর এসেছিল। শুরুটা সহজ নয়। আমরা আরও বেশি প্রাপ্য ছিলাম, কিন্তু ফল কম এসেছে। অনেক গোল হজম করেছি। তবে আমি বিশ্বাস করি আমরা সঠিক পথে আছি। কঠোর পরিশ্রম নিজের ওপর বিশ্বাস রাখলে ফল আসবেই।

এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে আতলেতিকো পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠেছে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৮। তাদের চেয়ে দুই পয়েন্ট পেছনে আছে এক ম্যাচ কম খেলা বার্সেলোনা।

মন্তব্য করুন: