ইউএস ওপেন সেমিতে মেদভেদেভ-আলকারাস
৭ সেপ্টেম্বর ২০২৩

ইউএস ওপেন কোয়ার্টার ফাইনালে রাশিয়ার দানিল মেদভেদেভ সরাসরি সেটে স্বদেশী আন্দ্রে রুবলেভকে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছেন।
গরম এবং আদ্রতার মধ্যে খেলে মেদভেদেভ জানায় এই পরিস্থিতি একজন খেলোয়াড়ের মৃত্যু ঘটাতে পারে।
তৃতীয় বাছাইতে মেদভেদেভ বুধবার রুবলেভকে ৬-৪, ৬-৩, ৬-৪ সেটে হারিয়েছেন।
সেমি-ফাইনালে মেদভেদেভের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাস দিনের অন্য কোয়ার্টার-ফাইনালে জার্মানির আলেকজান্দার স্ফেরেফকে ৬-৩, ৬-২, ৬-৪ সেটে হারিয়েছেন।
অন্য সেমি-ফাইনালে সার্বিয়ার নোভাক জোকোভিচ খেলবেন যুক্তরাষ্ট্রের বেন শেল্টনের বিপক্ষে।
পুরুষ এককের দুটি সেমি-ফাইনাল শুক্রবার ফ্লাশিং মিডোতে অনুষ্ঠিত হবে।
নারী এককে ২৩তম বাছাই চীনের জেং চিনওয়েনকে ৬-১, ৬-৪ সেটে হারিয়ে টানা তিনবারের মতো ইউএস ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই বেলারুশের আরিনা সাবালেঙ্কা।
সাবালেঙ্কা সেমি-ফাইনালে মুখোমুখি হবেন ২০১৭ সালের রানার্সআপ আমেরিকার ম্যাডিসন কিসের।
কিস ৬-১, ৬-৪ সেটে হারিয়েছেন চেক রিপাবলিকের মার্কেতা ভনদ্রৌসভাকে।
প্রথম সেমি-ফাইনালে যুক্তরাষ্ট্রের কোকো গাউফের প্রতিপক্ষ চেক রিপাবলিকের কারোলিনা মুখোভা।
মন্তব্য করুন: