২০ বছরের ক্যারিয়ারের ইতি টানছেন বুসকেতস
২৬ সেপ্টেম্বর ২০২৫

মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুম শেষে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেন ও বার্সেলোনার সাবেক তারকা সের্হিও বুসকেতস। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদায়ের বার্তা দেন ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বিবেচিত হওয়া এই ফুটবলার।
২০০৫ সালে বার্সেলোনার একাডেমিতে ফুটবলে হাতেখড়ি হয় বুসকেতসের। ২০০৮ সালে অভিষেক হয় মূল দলের হয়ে। শৈশবের ক্লাবে দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ার শেষে ২০২৩ সালে যোগ দেন ইন্টার মায়ামিতে। সেখানে আবার বার্সেলোনার পুরোনো সতীর্থ লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও জর্দি আলবার সঙ্গে মাঠ মাতাতে শুরু করেন তিনি।
চলতি মৌসুম শেষে মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে বুসকেতসের। এরপর বুট জোড়া তুলে রাখবেন ৩৭ বছর বয়সী এই মিডফিল্ডার।
ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমার মনে হয় সময় এসে গেছে পেশাদার ফুটবলার হিসেবে আমার ক্যারিয়ারের বিদায় বলার। প্রায় ২০ বছর ধরে আমি এই অসাধারণ গল্পটা উপভোগ করেছি, যেটা আমি সবসময় স্বপ্ন দেখতাম।”
“আমি অবসর নিচ্ছি খুব খুশি, গর্বিত, পরিপূর্ণ আর সবচেয়ে বড় কথা কৃতজ্ঞ মন নিয়ে... সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে।”
স্পেনের জার্সিতে ১৪৩ ম্যাচ খেলেছেন বুসকেতস। ছিলেন ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপজয়ী দলের সদস্য। দুই বছর পর পোল্যান্ড-ইউক্রেনে জেতেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।
বার্সেলোনার হয়ে সাতশর বেশি ম্যাচ খেলা বুসকেতস কাতালান ক্লাবটির হয়ে ৯টি লা লিগা শিরোপা ও ৩টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছেন।
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর জিতেছেন লিগস কাপ ও সাপোর্টার্স’ শিল্ড। এমএলএস প্লে-অফে খেলেই ক্যারিয়ারের শেষ ম্যাচগুলোতে নামবেন তিনি।
মন্তব্য করুন: